ভারতের অন্যতম ধনী ব্যক্তি এবং Reliance Industries-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের “সেভেন সিস্টার্স” নামক অঞ্চলে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। এই অঞ্চলে আগামী পাঁচ বছরে তিনি প্রায় ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন। তাঁর এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো—পিছিয়ে পড়া এই অঞ্চলটির আর্থ-সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টি।
বিশেষভাবে বিদ্যুৎ খাত, তার মধ্যে আবার সৌর বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। একই সঙ্গে, ওই অঞ্চলে শত শত শিল্প কারখানা স্থাপন করাও তার পরিকল্পনার অন্তর্ভুক্ত। এই উদ্যোগ কেবল ভারতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে না, বরং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ড ভারতের সংযোগ এবং অর্থনৈতিক ভারসাম্যও তৈরি করবে।
এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন জাগে—ভারতে যদি মুকেশ আম্বানির মত একজন দেশপ্রেমিক উদ্যোক্তা থাকতে পারেন, যিনি পিছিয়ে পড়া অঞ্চলকে এগিয়ে নিতে নিজের সম্পদ ও সময় ব্যয় করতে পারেন, তবে আমাদের বাংলাদেশে কেন এমন একজন মানুষ নেই? কেন আমাদের দেশের প্রভাবশালী ব্যবসায়ীরা কেবল নিজেদের আয়-উপার্জনের মধ্যে সীমাবদ্ধ থাকেন, দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলো বা অবকাঠামোগত উন্নয়নে বড় কোনো দৃষ্টান্ত স্থাপন করেন না?
ভারতের মুকেশ আম্বানির মত ব্যক্তিরা কেবল ব্যবসা করেই থেমে থাকেন না, বরং একটি দেশের উন্নয়নে বেসরকারি খাত কীভাবে সক্রিয় ভূমিকা রাখতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। আমাদের দেশে এখন সময় এসেছে এমন সাহসী, দূরদর্শী ও দেশের প্রতি দায়বদ্ধ ব্যবসায়ীর আবির্ভাবের।



