হৃদয় ও মস্তিষ্ক,
আবেগ ও বিবেক তাড়ায়।
দ্বন্দে এই দু’য়ের দ্বন্দ,
সুখ প্রতিনিয়ত হারায়।
আবেগ বিসর্জনে,
বিবেক নাড়ায়।
উচিৎ -অনুচিতের দ্বন্দ থামায়।
আবেগ -বিবেক উর্ধ্বে,
মোর সুখ সাধনায়-
নিজ স্বার্থ করি আপন,
বিজয় বাসনায়।
হৃদয় হতে উর্ধ্বে,
মস্তিষ্ক -জ্ঞান আহার্যে,
সমাজের নিয়মাবলি,
জ্ঞানাঘাত হতে মুক্ত হতে-
নিয়ম ভাঙি আমি নিয়ম হতে।
মস্তিষ্ক হতে উর্ধ্বে উঠে-
যা আমার, শুধু আমার –
তা হতে বিতাড়িত করি –
অন্য সব সাধনারে।
বিজয় আকাশ চুম্বন করি-
প্রসারিত বাহু,উচ্চ করি শির,
আমার প্রস্ফুটিত বিচরণে।
হৃদয়,মস্তিষ্ক ও বিজয়
লেখক : মোহছেনা নুসরাত
একত্রিশ ডিসেম্বর, দুই হাজার একুশ



