January 16, 2026 5:44 am
January 16, 2026 5:44 am
আওয়াজ বাংলা / আর্কাইভ / ফটো গ্যালারি / একটা সকাল খুব জরুরী

একটা সকাল খুব জরুরী

একটা সকাল খুব জরুরী,

যে সকালে মৃত্যুর খবর জানা হবে।
প্রতিটি অলিগলি,পথপ্রান্তর
আর মসজিদে না হোক,
হয়তো কিছু মানব মনে।

একটা সকাল খুব জরুরী,
যে সকালে তোলপাড় উঠবে,
দুই চার বা কয়েকটা মনে,
হোক সেটা সত্য বা মেকি।

একটা সকাল খুব জরুরী,
যে সকালে আযান হবে না,
তবু নামায হবে।

একটা সকাল খুব জরুরী,
যে সকালে মিছিল না হোক,
চাপা কান্নার রোল পড়বে,
অবহেলায় পড়ে থাকা
খাটিয়াটা ঘিরে,
হোক তা সত্য বা মেকি।

একটা সকাল খুব জরুরী
যে সকালে শেষ হবে,
সব মিথ্যাচারের খেলা।

একটা সকাল খুব জরুরী,
যে সকালে হবে,
একটা ছোটখাটো,
ভালোবাসার মেলা।
হোক তা সত্য বা মেকি।

একটা সকাল খুব জরুরী,
যে সকালে জীবন থেকে মুক্তি মিলবে।
যে সকালে জিন্দালাশের সারি কমবে।

একটা সকাল খুব জরুরী,
একটা লাশ কবরে নামতে।

একটা সকাল খুব জরুরী,
প্রতিটা স্বপ্নহারা,হৃদয়ভাঙা মানুষের জীবনে।

একটা সকাল আসলেই খুব জরুরী,
জীবন নামক কারাগার হতে মুক্তি পেতে।

 

 

একটা সকাল খুব জরুরী
লেখক : মোহছেনা নুসরাত
তারিখ : এগারো সেপ্টেম্বর, দুই হাজার ঊনিশ