January 16, 2026 4:07 am
January 16, 2026 4:07 am
আওয়াজ বাংলা / আর্কাইভ / মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ উপস্থিত মেগাস্টার শাকিব খান – সৈয়দ রিশাদ

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ উপস্থিত মেগাস্টার শাকিব খান – সৈয়দ রিশাদ

বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত ও তুমুল ঝড় জাগানিয়া আয়োজন “মেরিল প্রথম আলো পুরস্কার” অনুষ্ঠান।

প্রতিবছরই দর্শক জরিপের আলোকে বিনোদন তারকাদের ঘিরে জমকালো আয়োজন নিয়ে উপস্থিত হয় “মেরিল প্রথম আলো পুরস্কার” অনুষ্ঠান

নতুন-পুরাতন সকল অভিনয় শিল্পীদের পুরস্কার প্রাপ্তিতে যেন পুর্ণতা পায় এই আয়োজন। প্রাপ্তি হোক বা না হোক একে-অন্যের প্রাপ্তিতেও যেন এক শান্তি মেলে শুধু উপস্থিতিতে

মেরিল ও প্রথম আলোর যৌথ এই আয়োজনে ২০২৪ এর পুরস্কার প্রদানের এই আয়োজন সারা দেশের বিনোদন জগতজুড়ে  আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এবং থাকবে বেশ কিছুদিন

মেরিল প্রথম আলো’র এই সন্মাননা পেতে ১২ বছর পার করে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অবশেষে তার গোলাপ ঘরে জাগয়া করে নিয়েছে আলোকিত এই স্বর্নমানব। জানিয়েছেন কতটা পরিশ্রম করে আজ তার এই অর্জন।

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ এর এই আয়োজনে আরও পুরস্কার জয় করেন সুপার কুল অভিনেতা, হালের হার্টথ্রুব খায়রুল বাশার। বলেন, ‘অভিনয় শিল্পী হতে তারাহুড়া করলে ফল দীর্ঘস্থায়ী হয় না’। নতুনদের ধৈর্য্যের সাথে নিয়মিত কাজ করার মানসিকতা গড়তে পরামর্শ তা

এদিকে বরবাদ খ্যাত বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের উপস্থিতি ছিলো এবারের প্রধান আলোচনার বিষয়

মঞ্চ কাঁপিয়ে হাসিমুখে দর্শকদের উদ্দ্যেশে বলেন -এই দর্শক’ই তাকে শাকিব খান বানিয়েছে। তাই এই দর্শকের ভালেবাসার টানে দুই যুগ ধরে নিজেকে গড়ে তুলেছেন। আর এখন তার আরও বেশি পরিশ্রম করতে হয় কারণ দর্শকের হাতে এখন সারা বিশ্ব। ভালোটা দর্শক বুঝতে শিখেছে তাই তার পরিশ্রমও আরও বেড়ে গিয়েছে। নতুন অভিনয় শিল্পীদের উদ্দ্যেশে বলেছেন- নতুনদের জন্য তার দরজা সবসময়ই খোলা আছে, তবে জেনে-বুঝে পরিশ্রম’টা করেই পার হতে হবে।

অথিথি ও আয়োজক থেকে শুরু করে অভিনয় শিল্পী সকলের মুখেই সুপারহিট মেগাস্টার শাকিব খানের নাম যেন নতুন মাত্রা যোগ করেছে এই আয়োজনে

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ এর এই আয়োজনে যে কারোর জন্য সকল ধরনের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা ছিল কিছু কিছু অতিথিদের প্রধান বিড়ম্বনা। বিশেষ নিরাপত্তা জনিত ব্যাপারে এবারে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন দ্বায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মী

সাধারণ ইউটিউবার,কনটেন্ট ক্রিয়েটর, টিকটকার ও দলিল বিহীন অনলাইন পত্রিকার ভির ঠেকাতে এবার তাদের একদমই  সীমানার (প্রধান ফটক) বাইরে রাখা হয়েছে

যদিও এতে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন অনেকেই। জেদ প্রকাশ করতে সীমানার বাইরে থেকেই বানিয়েছেন ক্ষোভের ভিডিওবার্তা

যেহেতু বিনোদন জগত ঘিরেই সকল পৃষ্ঠার গল্প গড়ে ওঠে, জেগে ওঠে নতুন প্রাণ, বিকশিত হয়ে জেগে থাকে আলোর প্রতিনিধি হয়ে তাই বিঘ্নতা এড়াতে প্রয়োজনীয় বিধি-নিষেধ করে হলেও এদের প্রবেশাধিকার ও কনটেন্ট নির্মাণের সুযোগ নতুন প্রতিভাবানদের ফ্রিল্যান্সার হয়ে ওঠার আগ্রহ অনেকাংশেই বাড়িয়েই দিতো

সে যাই হোক এরপরও সবকিছু মিলিয়ে “মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪” ছিলো আনন্দপূর্ণ ও উত্তেজনায় প্রশংশনীয়।

প্রতিষ্ঠাতা সম্পাদক

সৈয়দ মোঃ মনিরুল হাসান