মূকাভিনয়ের মাধ্যমে ‘খায়রুল বাশার’ অভিনয় জীবন শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের নজর কেড়েছেন ।
সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ক্যাটাগরিতে “রোদ বৃষ্টির গল্প” চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার।
সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের অন্যতম আইকন ও সুপার কুল পারফর্মার হিসেবে পরিচিত এই অভিনেতা তার সাবলীল অভিনয় দক্ষতায় ইতিমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। পুরস্কারপ্রাপ্তির পর তিনি বলেন, “অভিনয় শিল্পী হতে গেলে তাড়াহুড়া করে কিছু করা উচিত নয়। ধৈর্যের সঙ্গে নিয়মিত কাজ করলেই সাফল্য আসে। নতুনদের জন্য তিনি এই কথাগুলো ব্যক্ত করেছেন ।
নিজস্ব প্রতিবেদক,
মিরপুর, ঢাকা।



