January 16, 2026 4:08 am
January 16, 2026 4:08 am
আওয়াজ বাংলা / বিনোদন ও সংস্কৃতি / জনতার সেলিব্রেটি / দর্শকের সারি হতে মঞ্চে উঠার উঠার স্বপ্ন

দর্শকের সারি হতে মঞ্চে উঠার উঠার স্বপ্ন

মেরিল প্রথম আলো ২০২৪ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নতুন এক পরিচিত মুখ ।

 

অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, আজ দর্শকের সারিতে থাকলেও লক্ষ্য সামনের মঞ্চ। থাকতে চাই নীচ তলার ‘মেরিল প্রথম আলোর’ মঞ্চে।এই কথায় স্পষ্ট যে, তার স্বপ্ন কেবল উপস্থিত থাকার নয়, বরং নিজেকে প্রমাণ করারও।

 

তরুণ প্রজন্মের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পেলেও , তার লক্ষ্য একেবারেই ভিন্ন নিজের পরিশ্রম , মেধা এবং প্রতিভা কাজে লাগিয়ে দেশের মর্যাদাসম্পূর্ণ মঞ্চগুলোতে জায়গা করে নেওয়া ।

 

তার এই নিজের প্রতি আত্মবিশ্বাস , এবং নিজের স্বপ্ন পূরণের সাহসিকতা তরুণ প্রজন্মের মাঝে অগ্রণী ভূমিকা পালন করবে ।

নিজস্ব প্রতিবেদক

আওয়াজবাংলা ,

মিরপুর, ঢাকা।