January 16, 2026 4:09 am
January 16, 2026 4:09 am
আওয়াজ বাংলা / আর্কাইভ / এক যুগ পর তৌসিফ মাহবুবের ঝুলিতে মেরিল প্রথম আলো পুরস্কার

এক যুগ পর তৌসিফ মাহবুবের ঝুলিতে মেরিল প্রথম আলো পুরস্কার

তৌসিফ মাহবুব একজন অসাধারণ বাংলাদেশী অভিনেতা। তৌসিফ মাহবুব ২০১৩ সালে এয়ারটেল পরিবেশিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু করেন। নাটক ও বিজ্ঞাপনে দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন।

তিনি মূলত টিভি নাটকে অভিনয় করে থাকেন। তবে টিভি নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও তার অবাধ পদচারণা।
তার উল্লেখযোগ্য কর্মের মধ্যে রয়েছে, ‘ভালোবাসার ছোঁয়া, প্রেম ভালোবাসা ইত্যাদি, এপিটাফ, ফাহিম দি গ্রেট ফাজিল’।

অসাধারণ তার অভিনয় দক্ষতা। অভিনয় দিয়ে দর্শকদের বরাবরই মাতিয়ে রাখেন।
তবে তার এই অভিনয় দক্ষতার অনন্য সফলতা মেরিল প্রথম আলো পুরস্কার -২০২৪। ‘লাভসাব’-এর জন্য ‘টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র,ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ’ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তৌসিফ মাহবুব।
এই পুরস্কার’টি পেতে তার এক যুগ অপেক্ষা করতে হয়েছে।